নাজমুল হক নাঈম
নেওয়াজ, বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ মিউজিশিয়ান। তিনি বেইজ বাজাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটে। বেইজ ছাড়াও একাধিক বাদ্যযন্ত্রের ওপরে দখল রয়েছে তাঁর।
সংগীতের শুরুটা কীভাবে?
বলতে গেলে সংগীতে সঙ্গে আমার পথচলা একদম ছোটবেলা থেকেই। আমার জন্ম যেহেতু সিলেটে, দারুণ একটা সংগীতের পরিবেশে আমার শৈশব কেটেছে। আর ছোট থেকেই আমার সব ধরনের গান শুনতে ভালো লাগত। নিজেও গলা মেলাবার চেষ্টা করতাম। বাউল শাহ আবদুল করিম, রাধা রমন, দুর্বিন শাহ, আরকুম শাহ, হাসন রাজা থেকে শুরু করে ক্ল্যাসিক্যাল, ওয়েস্টার্ন ও জাজে আমার দুর্বলতা ছিল সমানতালে।
এত এত ইনস্ট্রুমেন্ট থাকতে বেইজ গিটার কেন?
আসলে আমার প্রথম শুরু ড্রামসের মাধ্যমে। আমি ড্রামার ছিলাম, কিছুদিন ড্রামস বাজিয়েছি। বেইজ গিটার যেহেতু একধরনের মেলোডিক ড্রামস, তাই চিন্তা করে দেখলাম বেইজ গিটার শেখা উচিত। সেই যে বেইজ বাজানো শুরু, ২০০৯ থেকে এখন অবধি প্রতিদিন কিছু না কিছু শিখছি।
বর্তমানে ব্যস্ততা কাটছে মিউজিক কম্পোজিশন নিয়ে। অডিও এবং ভিডিও প্রোডাকশন নিয়ে কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা চলছে। আশা করি সামনে ভালো কিছু আসবে, ইনশা আল্লাহ।
ব্যান্ড দল চিরকুটের ব্যস্ততা কেমন যাচ্ছে?
নিজেদের মৌলিক কিছু গানের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বছর শেষে আমাদের নতুন অ্যালবাম ‘পেন্ডুলাম’ আসবে। আমরা এটি নিয়ে খুব আশাবাদী। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আমাদের ট্যুর চলছে। সামনে বেশ কিছু কনসার্ট আছে।
সংগীত নিয়ে কাজ করে যেতে চাই। সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছে আছে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।