বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।
আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।
এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।
শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’
১. পথের ক্লান্তি ভুলে
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
২. ও গানওলা
কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)
৩. আমি তোমাকেই বলে দেব
কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট
৪. এ তুমি কেমন তুমি
কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)
৫. আমার একলা আকাশ থমকে গেছে