হোম > বিনোদন > গান

বাউল আবুল সরকারের গান গাইলেন ঐশী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঈদ উপলক্ষে লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো নতুন গান। বাউল আবুল সরকারের ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামের গানটি গেয়েছেন ঐশী। সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে গানটি।

সাধারণত পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে উপস্থাপন করা হয় লিভিং রুম সেশনে। সেই ধারাবাহিকতায় এবার এল তুমি যাইও না বন্ধু রে গানটি। গানটি নতুন করে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে শিল্পী ঐশী বলেন, ‘ফোক গানের প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা অনেক পুরোনো। আবুল সরকারের এই গানটিও আমার পছন্দেরই একটি গান। গানটি করতে পেরে খুব ভালো লেগেছে। এ ধরনের গানগুলো শ্রোতাদের কাছে নতুন করে জনপ্রিয় হয় তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। আমরা তো কেবল পরিচিত শিল্পীদের নিয়েই কাজ করি, তাঁদের গান শুনি। কিন্তু আবুল সরকারের মতো যারা গুণী সাধক আছেন, তাঁদের নিয়ে কাজ করতে পারলে আমাদের বাংলা গানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে নিশ্চিত।’

লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ঐশী বলেন, ‘পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয় অনেক, শেখা যায় গানের নানা বিষয়। লিভিং রুম সেশনে গাইতে গিয়ে মনে হয়েছে সত্যিই কোন লিভিং রুমে বসে আড্ডার ছলে গান গাইছি।’

এ প্রসঙ্গে পাভেল আরিন বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সব সময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী যে তাঁদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে।’

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলাম।

লিভিং রুম সেশনের গানগুলোর অডিও প্রোডাকশনের দায়িত্বে আছে বাটার কমিউনিকেশন। গানের ভিডিও নির্মাণ করছেন মারুফ রায়হান।

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন