বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় আসছেন কবীর সুমন। ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামের আয়োজনে গান গাইবেন তিনি। এর মধ্যে ১৫ ও ২১ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান। আর ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল। এ উপলক্ষে গতকাল রাজধানীর পাঠক সমাবেশে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান পিপহোল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবীর সুমন ঢাকায় পা রাখবেন ১৪ অক্টোবর। থাকবেন এক সপ্তাহ। গতকালের সংবাদ সম্মেলনে কবীর সুমন নিজে উপস্থিত থাকতে না পারলেও সংবাদমাধ্যমের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে সুমন বলেন, ‘১৩ বছর পর ঢাকায় গাইতে আসছি। সর্বশেষ এসেছিলাম ২০০৯ সালে। আমি বেশ চিন্তায় ছিলাম, লোকজন এখনো আমার গান শুনতে আসবেন কি না। তবে বাংলাদেশের শ্রোতাদের রেসপন্স দেখে আমি অভিভূত।’