বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিজিত সরকার জিতুর সুর-সংগীতে গান গেয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, স্বীকৃতি, অনিমা ডি কস্টাসহ আরও অনেকেই। এবার তিনি গান বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের জন্য। মেহেদী হাসান পরিচালিত ‘জল জোছনায়’ সিনেমায় ‘মায়ার চাদর’ শিরোনামের গানটিতে কোনালের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। গানটি লিখেছেন সেজুল হোসেন।
এরই মধ্যে জল জোছনায় সিনেমার শুটিং শুরু হয়েছে। তার আগেই গানের রেকর্ডিং শেষ করেছেন জিতু। কোনালের গায়কী প্রসঙ্গে জিতু বলেন, ‘গানটির যখন কাজ করছিলাম, তখনই ভেবেছিলাম গানটি কোনালকে দিয়ে গাওয়াব। রেকর্ডিংয়ের পর মনে হয়েছে গানটি তাঁর জন্যই পারফেক্ট হয়েছে। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছে তানজীব। সেও ভালো গেয়েছে।’
কোনাল বলেন, ‘জিতু ভাই খুবই সুন্দর সুর করেন। আমি আর তানজীব এই প্রথম একসঙ্গে গাইলাম। ভীষণ সুইট রোমান্টিক একটা গান। খুবই ভালো লেগেছে গানটি গেয়ে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’