বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত এক দশকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তাঁর সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পীর গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় এবার তিনি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন আরো এক নতুন গান। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। গানটি গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন ইমরান। ত্রিভুজ প্রেমের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সঙ্গে ভিডিওতে জুটি বেঁধেছেন সামন্তী সৌমী। আছেন আদর আহমেদও।