বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’
শুনুন ‘পান্থপথের মোড়ে’: