হোম > বিনোদন > গান

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আইসিইউতে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘এলোমেলো বাতাসে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা এরশাদুল হক টিংকু।

আজ শুক্রবার দুপুরে কাওসার আহমেদ চৌধুরীর রক্তে হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের (বি পজেটিভ) প্রয়োজন পড়ে। পরবর্তী সময়ে তাঁকে রক্ত দেওয়া হয়। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন তিনি।

অনেকদিন ধরে কিডনি ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ক্লিনিকে।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা অসংখ্য গান গেয়েছে ফিডব্যাক, এলআরবি, মাইলসের মতো শীর্ষ ব্যান্ড। এছাড়া সামিনা চৌধুরী, লাকী আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীরাও তাঁর লেখা গান তুলে নিয়েছেন নিজেদের কণ্ঠে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী।

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন