হোম > বিনোদন > গান

আনিকার ‘পরান বন্ধু’-তে সুপার মডেল আসিফ আজিম ও শারলিনা

বিনোদন ডেস্ক

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে গতকাল।

নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।

‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘এটি কৌশিক হোসেন তাপসের ২১ বছর আগের একটি গান। তাঁর নির্দেশনায় গানটি আমি খানিকটা ওয়েস্টার্ন এপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশন সবমিলিয়ে গানটি অসামান্য হয়ে উঠেছে।’

ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির।

গানের মডেল হয়েছেন আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এ গানে মডেল হওয়ার মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম।

আসিফ আজিম বলেন, ‘মালদ্বীপে যখন গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’

শুনুন তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’:

 

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন