বিনোদন ডেস্ক
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে গতকাল।
নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।
ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির।
আসিফ আজিম বলেন, ‘মালদ্বীপে যখন গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’
শুনুন তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’: