বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলার মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্নমাত্রার সংগীতায়োজন ‘আইপিডিসি আমাদের গান’। পুরোনো বাংলা লোকগানকে নতুন সংগীতায়োজনে প্রকাশ করে জনপ্রিয়তা পেয়েছে প্ল্যাটফর্মটি। পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে এ অনুষ্ঠানে এরইমধ্যে গেয়েছেন দেশের প্রখ্যাত লোকশিল্পীরা।
তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, লায়লা, পলাশ, হৈমন্তী, অঙ্কন, কালা মিয়া, নাদিয়া ডোরা, অনিমেষ রায়, শফি মন্ডল, ফজলুর রহমান বাবু, বিউটি, শিউলি সরকার, ব্যান্ড জলের গান, এফ মাইনরসহ অনেকেই।