বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।
তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।
সৃজিত মুখার্জি, নির্মাতা
জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।