হোম > বিনোদন > গান

করোনা হয়নি কবীর সুমনের, জ্বর আছে, শারীরিকভাবে দুর্বল

বিনোদন ডেস্ক

ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।

রোববার মধ্যরাত থেকেই অসুস্থতা বাড়ছিল। তারপরই কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা ছিল, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয় সুমনের। আজ রাত ৮টার দিকে পাওয়া গেছে কবীর সুমনের করোনা পরীক্ষার ফলাফল।

তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।

সৃজিত মুখার্জি, নির্মাতা

জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে কবীর সুমনের চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। যে কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। দেওয়া হচ্ছে স্যালাইনও।

সংগীত এক মহাসমুদ্র সেখানে আমরা কেবল সমুদ্রতীরে নুড়ি কুড়াচ্ছি

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সেকশন