বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে পাভেল আরিনের সংগীতায়োজনে মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। গতকাল প্রকাশ পেয়েছে মুজিব পরদেশীর ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ গানটি। গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য এই গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন পাভেল আরিন।
হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটি বেছে নেওয়ার প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় হাসান মতিউর রহমানের প্রতি। তিনি ভালোবেসে এ গানটি নতুন করে উপস্থাপনের অনুমতি দিয়েছেন আমাদের।’