হোম > বিনোদন > গান

ফকির আলমগীর আর নেই

বিনোদন প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। 

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরা।

এর আগে করোনায় শনাক্ত হওয়ার পর গত রোববার রাত ১০টার দিকে তাঁকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

জানা যায়, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে রাতে ফকির আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়। রাত ১০টার আগে পর্যন্ত তিনি এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। 

প্রসঙ্গত, ফকির আলমগীর ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণ শিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে। 

ফকির আলমগীর ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে সংগীতে অসামান্য অবদানের জন্য তাঁকে একুশে পদক দেওয়া হয়। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। গানের পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখিও করেন। 

তাঁর লেখা ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’সহ বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন