হোম > বিনোদন > গান

অর্ণবের সংগীতে ‘নোনা জলের কাব্য’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ছবি ‘নোনা জলের কাব্য’। এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি এ ছবির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

অর্ণব জানান, এ ছবির ব্যাপারে যখন নির্মাতা সুমিতের সঙ্গে কথা হয়, অর্ণব জানতে চেয়েছিলেন, ছবিটি তিনি কেন বানাচ্ছেন? উত্তরে নির্মাতা জানিয়েছেন, শুধু পয়সার জন্য নয়, নিজের ভালোলাগার জায়গা থেকেই ছবিটি বানাতে চান তিনি। বিষয়টি অর্ণবের খুব ভালো লাগে।

তিনি বলেন, ‘গল্পটা শুনে আমি আরও আগ্রহী হই। এ গল্পের ভেতরে এক ধরনের একাকীত্ব আছে। আমাদের সংস্কৃতির সঙ্গে গল্পটি ভীষণ খাপ খায়। এ ছবিতে আমি অনেক ধরনের বাঁশির ব্যবহার করেছি। নির্মাতা আমাকে সময় দিয়েছেন। অনেকদিন ধরে যত্ন নিয়ে কাজটি করতে পেরেছি।’

‘নোনা জলের কাব্য’ নিয়ে ভীষণ আশাবাদী অর্ণব। বলেন, ‘এ ধরনের কাজ তো করার সুযোগ হয় না সব সময়। আমি চাই এ রকম ছবিতে কাজ করতে। মিউজিক করতে গিয়ে ছবিটি অনেকবার দেখেছি। তাতে আমার মনে হয়েছে, ভীষণ সম্ভাবনা আছে এ ছবির। আমি খুব আশাবাদী এটি নিয়ে।’

‘নোনা জলের কাব্য’ ছবিতে অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, রোজী সিদ্দিকী প্রমুখ। ছবির চিত্রনাট্য লেখা ও সরেজমিন গবেষণা চলেছে চার বছর ধরে। চিত্রনাট্যের জন্য এ ছবি পেয়েছিল ‘স্পাইক লি রাইটিং গ্রান্ট’। ২০১৮ সালের ১৩ জুলাই অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী নিয়ে ঘোর বর্ষায় পটুয়াখালী ও চট্টগ্রামে শুরু হয় ‘নোনা জলের কাব্য’ ছবির শুটিং।

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন