হোম > বিনোদন > গান

নিজের বেদনা গানে তুলে ধরলেন তাশফি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।

আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।

ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।

তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।

তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’

গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।

শুনুন তাশফির গাওয়া ‘আলো’:

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন