বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোক স্টুডিওর নতুন গান ‘লীলাবালি’ মুক্তি পেয়েছে আজ বুধবার। গানটি গেয়েছেন মাখন মিয়া, রুবাইয়াত, তাসফি, মাশা, সভ্যতা, জান্নাত, নন্দিতা, আরমিন ও ওয়ার্দা। প্রযোজনার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। রাধা রমনের ‘লীলাবালি’ ও বারী সিদ্দীকির ‘ভাবের দেশে থাকো কন্যা গো’ মিশ্রণে তৈরি হয়েছে কোক স্টুডিওর এই গান।
বাংলা সংস্কৃতিতে সিলেট বিভাগের অবদানের কথা লিখে বা বলে শেষ করা যাবে না। সিলেটের প্রকৃতির পরতে পরতে যেন মিশে আছে সাহিত্যের উপাদান। বিশেষ করে গানের জগতে সিলেটকে লোকগানের প্রাণকেন্দ্র বলা হয়। এখানেই জন্ম সৈয়দ শাহনুর, হাসন রাজা, রাধা রমন, শীতালং ফকির, আরকুম শাহ, দুর্বিন শাহ, শাহ আবদুল করিম, কারি আমীর উদ্দিনের মতো সংগীতজগতের মহান সাধকদের।
তবে অধিকাংশ পণ্ডিতের মতে, লীলাবালি গানটি সিলেট অঞ্চলের প্রচলিত গান। যা যুগ যুগ ধরে চলে এসেছে।