হোম > বিনোদন > গান

ইভা রহমান এখন ইভা আরমান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা। গতকাল রোববার রাজধানীর গুলশানে ব্যবসায়ী সোহেল আরমানের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ইভার এটি দ্বিতীয় বিয়ে।

জানা গেছে, মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কয়েক বছর ধরে আলাদা থাকতেন ইভা। এ বছরের জুন মাসে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর সেই বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। এর দুদিন পরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইভা।

বিয়ের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে, ঘরোয়া আয়োজনে নিকাহনামায় সই করছেন ইভা ও সোহেল।

ইভার নতুন স্বামী সোহেল আরমানের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। আগে থেকেই তাঁদের পরিচয় ছিল। অবশেষে বিয়ের মাধ্যমে তাঁদের চার হাত এক হলো।

বিয়ের পরই পুরোনো পদবী ‘রহমান’ মুছে ফেলেছেন ইভা। জুড়েছেন নতুন স্বামী সোহেলের পদবী ‘আরমান’। গণমাধ্যমকে ইভা বলেছেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। পরবর্তীতে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ান। বিয়ের পর তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। মাহফুজুর রহমান ও ইভা বেশকিছু ডুয়েট করেছেন। এটিএন মিউজিকের ব্যানারে ইভার বেশ কয়েকটি অ্যালবামও বেরিয়েছে।

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন