বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০ তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ সংগীত শিল্পী মাশা ইসলাম।
রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশা ইসলামকে মনোনীত করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ‘হায়ার লাভ’ শিরোনামের গানের নির্বাচিত অংশ রেকর্ড করে পাঠিয়েছেন মাশা ইসলাম।
গত শনিবার ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’
মাশার মতো কমনওয়েলথ সদস্যরাষ্ট্রের শিল্পীরা ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন। গত বছর ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ চলচ্চিত্রের ‘ট্যাকা পাখি’ গানের জন্য আলোচিত হোন মাশা। চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত কনসার্টে দেখা যায় মাশাকে।