হোম > বিনোদন > গান

‘কাগজ’ ছবিতে গাইলেন কলকাতার সোমলতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।

এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’

‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন