বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র ও নাটকে অনেক গান করেছেন আরফিন রুমি। এর মধ্যে ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ ছবির সব গানের সুর ও সংগীত তারই। সবশেষ ২০১৬ সালে ‘সম্রাট’ ছবিতে ‘নিঃশ্বাস’ শিরোনামের একটি গান গেয়েছিলেন আরফিন রুমি।
পাঁচ বছর পর আবারও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে কাজ করলেন আরফিন রুমি। এবার ‘মায়ায় থেকো’ নামের একটি নাটকের গান গেয়েছেন তিনি। এর শিরোনাম ‘তোমায় হারিয়ে ফেলেছি’। সুর ও সংগীত তার নিজেরই। এটি লিখেছেন জাহিদ আকবর।
রাজ জানান, আগামী সপ্তাহে নতুন গানটি প্রকাশ হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।
‘মায়ায় থেকো’ লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। এর শুটিং হয়েছে সিলেটের বিয়ানীবাজারে।
নাটকটি প্রযোজনা করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।