মোহনপুর প্রতিনিধি
মোহনপুর উপজেলায় পাঁচ বছরের মধ্যে এবার সর্বোচ্চ জমিতে সরিষার চাষ হয়েছে। বর্তমানে কৃষকেরা সরিষা মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯১০ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩১৫ মেট্রিক টন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পানের বরজ ও মাছ চাষের পরিমাণ বেড়েছে। এ ক্ষেত্রে বরজে সার এবং মাছের খাবার হিসেবে সরিষার খইলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তেলের দাম বাড়ছে।
এমন অবস্থায় উপজেলার মগরা বিল, জাওই বিল, ধোপঘাটা বিলসহ সবখানে চাষিরা আগ্রহ নিয়ে সরিষার চাষ করেছেন। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। ফলে ভালো দাম পেয়ে কৃষকেরা খুশি।
উপজেলার কেশরহাট তিলাহারী গ্রামের কৃষক এনামুল হক জানান, দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো আছে। এ জন্য সরিষা চাষে এবার লাভ বেশি হবে।
বাকশৈল গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমার সাড়ে চার বিঘা জমিতে সরিষা রয়েছে। এর মধ্যে দুই বিঘা জমির সরিষা বাড়িতে তুলেছি। বাজারজাত করে খুব ভালো দাম পাচ্ছি।’
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, উপজেলায় গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। অনেক কৃষক ফসল ঘরে তুলেছেন। ফলন ভালো হয়েছে বলে আদর্শ চাষিরা জানিয়েছেন।