হোম > ছাপা সংস্করণ

‘যদি ম্যারাডোনা হতো, আমিও পাগল হয়ে যেতাম’

মাশরাফি বিন মর্তুজার আর্জেন্টিনা-প্রেম নতুন কিছু নয়। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে এবং কাতারে তাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ মাত্র ১১ ঘণ্টার জন্য গতকাল এসেছিলেন বাংলাদেশ সফরে। যে প্রতিষ্ঠান তাঁর এই বাংলাদেশ সফরের বন্দোবস্ত করেছে, বাড্ডায় তাদের কার্যালয়ে মাশরাফির সঙ্গে দেখাও হয়ে গেল ‘এমি’র। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী গোলরক্ষকের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গতকাল ফেসবুকে লিখেছেন। আরও কিছু গল্প তিনি শুনিয়েছেন আজকের পত্রিকার পাঠকদের। সে সব শোনা যাক মাশরাফির কাছ থেকেই—

আমি খুব বেশি সময় ওকে পাইনি। ১ মিনিট কথা হয়েছে মার্তিনেজের সঙ্গে। যাওয়ার পর দেখি সে (আয়োজকদের) সাক্ষাৎকার দিচ্ছে। ওর সঙ্গে দেখা হলে আমি বাংলাদেশ ক্রিকেট দলের একটা জার্সি উপহার দিয়েছি। বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটাও জানল।

এমিকে বললাম, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টিনার ভক্ত-সমর্থক রয়েছে, তোমাকে বাংলাদেশে স্বাগত। এর চেয়ে বেশি কিছু আর কি বলা যায়! সংক্ষিপ্ত সময়, মানুষের ভিড়ে এত কিছু বলাও যায় না। আসলে বাচ্চাদের শখ পূরণের একটা ব্যাপার ছিল। ওদের জন্য মার্তিনেজের সঙ্গে অটোগ্রাফ, ছবি তোলাই ছিল মূল উদ্দেশ্য।

মার্তিনেজের এই সফর সম্পর্কে বিস্তারিত ঠিক জানি না। আমার যেটা মনে হলো, ওর মূল পরিকল্পনা আসলে ভারতে। যেখানে মূল কর্মসূচি, সেটি ভাবনায় রেখে সে বাংলাদেশে এসেছে। আর সময়টা এমন, ঈদের ছুটিতে সব প্রায় ফাঁকা।

ওকে দেখে আমার একটা দৃশ্যই শুধু চোখে ভেসেছে, ফাইনালের ওই শেষ মুহূর্তে প্রচণ্ড স্নায়ুচাপের মধ্যে (শেষ মিনিটে কোলো মুয়ানির নেওয়া শট) ঠেকিয়েছে। আমার শুধু মনে হচ্ছিল, এই মানুষটাই ওই গোল ঠেকিয়েছে।

২০১১ সালে ঢাকায় মেসি যখন এসেছিল, তখন কিন্তু আমি স্বচক্ষে দেখতে যাইনি। আমার অনুভূতি আর আমার ছেলেমেয়ের অনুভূতি তো এক নয়। তারা আবার ওদের অন্য রকম ভক্ত, পাড় ভক্ত। কাছ থেকে দেখবে একটু—এটা ভেবে তারা রোমাঞ্চিত। যদি এখানে ম্যারাডোনা হতো, তাহলে আমিও পাগল হয়ে যেতাম। কিন্তু ম্যারাডোনা তো আর বেঁচে নেই।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন