হোম > ছাপা সংস্করণ

শনাক্ত বেড়ে দ্বিগুণ

যশোর প্রতিনিধি

যশোরে দ্বিগুণ বেড়েছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গতকাল শুক্রবার এক দিনে শনাক্ত হয়েছেন ১২৯ করোনা রোগী। ৩৫৪টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৪৫ শতাংশ।

আগের দিন বৃহস্পতিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয় এবং তারও আগের দিন বুধবার ২০৪ জনরে নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু দুই দিনের ব্যবধানে ১০০ ছাড়ায় শনাক্তের সংখ্যা। শুক্রবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র রেহেনেওয়াজ রনি এসব তথ্য জানিয়েছে।

এ দিকে জেলায় প্রাথমিক স্তরের ১৬ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক স্কুলেই ৬ জন শিক্ষকের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৬৮ নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৮৬ টিতে পজিটিভ এসেছে ৩৪ জনের। মোট ৩৫৪টি নমুনাতে ১২৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর সদরে ৮০, ঝিকরগাছায় ২১, শার্শায় ১৬, কেশবপুরে ৬, চৌগাছায় ৪, অভয়নগরে ২ জন রয়েছেন।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, জেলায় এ পর্যন্ত ২২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১১ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৫০২ জন। আর মারা গেছেন ৫১৭ জন।

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, ‘জেলায় ইতিমধ্যে ১৬ জন শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন