হোম > ছাপা সংস্করণ

ঘর সাজাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেন্ডি কিংবা বাজারে যা পাওয়া যায় তাই কিনে ঘর ভরানোর নাম অন্দর সজ্জা নয়। ঘরের আকার, রং, আলোর উৎস ইত্যাদি সবকিছু ভেবে যে জিনিসটি মানানসই, তাই দিয়ে ঘর সাজাতে হবে।

ফ্লোর ম্যাট

সব সময় বড় ফ্লোর ম্যাট কিনুন। চেয়ারের পায়াগুলো ম্যাটের ওপরে থাকলে দেখতে ভালো লাগে।

সব এক রঙের নয়

ঘরের দেয়াল ও আসবাব একই রঙের না হওয়াই ভালো। এগুলো বিপরীত রঙের হলে ঘরের সৌন্দর্য ফুটবে। তাই কেনার পর আসবাব রং করার চেয়ে আগেই পছন্দের রঙের আসবাব কিনে নিন।

পর্দা

মেঝে পর্যন্ত লম্বা এমন পর্দা কিনুন। এতে ঘরের আকার বড় দেখাবে।

কুশনের আকার

আসবাবের দোকানে বড় আকারের কুশন দেখতে হয়তো ভালো লাগে। কিন্তু বড় কুশন ঘরে আনলে খুব কম আসবাবের সঙ্গেই তা মানায়। ছোট কুশনে ঘর বড় দেখাবে।

আসবাবে আরাম

শুধু দেখতে ভালো বলে আসবাব কিনবেন না। আরামের কথাও ভাবুন। শক্ত, নরম, মাঝামাঝি শক্ত যেমন চেয়ার বা সোফায় বসে আরাম পান তেমনই কিনুন।

আলো

ঘরে অনেক ধরনের লাইট লাগানোর প্রয়োজন নেই। এক বা দুই ধরনের আলো হলেই তা যথেষ্ট। সিলিংয়ের সঙ্গে লাইট যুক্ত না করাই ভালো। ল্যাম্প, এলইডি ও স্কানস লাইট ব্যবহার করুন। শোয়ার ঘরের জন্য ওয়ার্ম লাইট কিনুন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন