হোম > ছাপা সংস্করণ

নতুন গানের দৃশ্যের খোঁজে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

যত দূর চোখ যায়, দিগন্তবিস্তৃত নীলাকাশ আর নীলচে জলের ছোট ছোট ঢেউ। দূরে সরু রেখার মতো গাছের সারি। মাঝেমধ্যে পাহাড়, নারকেলবন। থাইল্যান্ডের কো মাক দ্বীপের এমন মনভোলানো প্রকৃতির মধ্যে পাথরের স্তূপের ওপর বসে আছেন শিরোনামহীন ব্যান্ডের বেজিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, প্রায় তিন দশক ধরে শিরোনামহীনের হাল শক্ত হাতে ধরে রেখেছেন যিনি। হাতে তাঁর প্রিয় বাদ্যযন্ত্র চেলো। গত বুধবার রাতে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জিয়া। সঙ্গে ক্যাপশন—‘এই অবেলায়-২ লোডিং’।

২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ গানটি মুক্তি পাওয়ার পর শিরোনামহীন যেন জেগে উঠেছিল নতুন করে। এর আগে একটা বড়সড় ভাঙাগড়ার মুখে পড়ে ধুঁকছিল ব্যান্ডটি। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে হিমশিম খাচ্ছিল তারা। এই অবেলায় গানটি ছিল ওই দুঃসময়ে অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিক্যুয়েল ‘এই অবেলায়-২’ নিয়ে আসছে শিরোনামহীন। গান প্রস্তুত। এবার ভিডিও শুটিংয়ের পালা। এই অবেলায়-২-এর আবেগ-অনুভূতির সঙ্গে মানানসই দৃশ্যের খোঁজে শিরোনামহীনের সদস্যরা পৌঁছে গেছেন থাইল্যান্ডে। সেখানেই আড্ডা, ঘোরাঘুরি আর গানের ফাঁকে চলছে শুটিং।

শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জানিয়েছেন, শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এ চমক হিসেবে থাকবে এই অবেলায়-২। ১০টি গান থাকবে অ্যালবামে। মিউজিক ভিডিও আকারে সবার আগে প্রকাশ পাবে টাইটেল ট্র্যাক বাতিঘর। এরপরই আসবে এই অবেলায়-২। জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকোস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে, সে জন্যই এই উদ্যোগ।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন