যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় আদ-দ্বীন মেডিকেল কলেজের ছয় তলা ভবন থেকে পড়ে পান্না জমাদ্দার (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
নিহত পান্না জমাদ্দার পিরোজপুরের জিয়ানগরের কলারোয়া গ্রামের শামসুল হক জোয়াদ্দারের ছেলে। তিনি যশোর শহরতলির মন্ডলগাতী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
আদ-দ্বীন মেডিকেল কলেজের গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পান্না জমাদ্দার কলেজের ৬ তলায় কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ‘নিহত পান্না জমাদ্দারের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’