হোম > ছাপা সংস্করণ

বিএনপির ৮ কর্মীর রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির আট কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এই আদেশ দেন।

বিএনপির মানববন্ধনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ জনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আটজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় তাঁদের রিমান্ড নামঞ্জুর করেন।

আসামিরা হলেন রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।

জানা গেছে, চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গত বুধবার বিকেলে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

এরপর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

অপরদিকে বিএনপি দাবি করে, তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ কর্মীকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন