সৈয়দ সোহেল রানা, ঢামেক
এক রাতে রাজধানীতে তিন স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টার মধ্যে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন—জুবায়ের (১৬), সাগর (২৪) ও স্বপন (১৯)। আহত সাগর ও স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্যারেজ মালিক মো. আফজাল জানান, জুবায়ের ব্যাটারিচালিত অটোরিকশাচালক। থাকেন মুগদার মান্ডায়। রাত সাড়ে ১২টার দিকে নারিন্দায় পৌঁছালে যাত্রীবেশী দুই ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। বাধা দিলে তারা জুবায়েরকে ছুরিকাঘাত করে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।
এদিকে, বিজয় দিবসের রাতে কদমতলীতে একটি কনসার্ট শেষে দোলাইপাড়ের বাসায় ফিরছিলেন সিটি করপোরেশনের অস্থায়ী কর্মী সাগর। পথে পাশের এলাকার জুবায়েরসহ অপর একজন তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। তবে গতকাল দুপুরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
অপরদিকে, খিলগাঁও মেরাদিয়া এলাকার বাসা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপন অটোরিকশা নিয়ে বের হন। শুক্রবার ভোর ৪টার দিকে তার বাবা রাশেদুল ইসলাম মোবাইলে খবর পান, মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে ছিনতাইকারীরা স্বপনকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। পরে তিনি ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঘটনা তিনটি থানা-পুলিশকে জানানো হয়েছে।