গোপালপুর প্রতিনিধি
গোপালপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোপালপুর উপজেলা প্রশাসন দলকে গোপালপুর পৌরসভা একাদশ ৮ উইকেটে হারিয়ে জয়ী হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমুখ।