সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগের নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার, সুরমা রিভার ওয়াটারকিপার, সারি নদী বাঁচাও আন্দোলন ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় বালু উত্তোলন বন্ধের এই আহ্বান জানানো হয়।
সভায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২২ উপলক্ষে আগামী ২২ মার্চ হবিগঞ্জে ‘গণশুনানি’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
ওই ছয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই ‘গণশুনানি’ অনুষ্ঠিত হবে। এই গণশুনানিতে উক্ত ৬ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় ছাড়াও অপরিকল্পিত বালু উত্তোলন এবং নদ-নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের বক্তব্য তুলে ধরবেন। ‘গণশুনানি’ থেকে উঠে আসা মতামত ও সুপারিশসমূহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারি দপ্তর ও গণমাধ্যমে পাঠানো হবে।
সিলেট নগরের জিন্দাবাজারে ইমজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম কিম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলের সঞ্চালনায় বক্তব্য দেন সুরমা রিভার ওয়াটারকিপারের সংগঠক ও বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদী প্রমুখ।