সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে তরুণ চন্দ্র মজুমদার (৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মৃত কান্তিলাল মজুমদারের ছোট ছেলে।
মৃত ব্যক্তির বড়ভাই মরন চন্দ্র মজুমদার বলেন, ১৫ দিন আগে নরসুন্দরের কাজ করার সময় তিনি অসুস্থ হলে জেলা শহরের একজন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করান। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অসুস্থতার কারণে মানসিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে গত রোববার দিনভর স্বামী-স্ত্রী দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
নিহতের স্ত্রী পূর্ণিমা রানী বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তিনি অসুস্থতার কারণে বাড়িতে চেঁচামেচি করত। আমাদের মধ্যে কোনো কথা-কাটাকাটি হয়নি। কেন যে ইঁদুরের বিষ খেল, বুঝতে পারছি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিল্টন দেবনাথ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তরুণ চন্দ্র মজুমদার মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুকনো কোনো বিষ খেয়েছেন তিনি।