হোম > ছাপা সংস্করণ

সিলেটে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগের প্রকোপ

সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গত বৃহস্পতিবার পানিবাহিত রোগের এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৫৬ জন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৬৯।

পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হবিগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ৪ হাজার ১১৫ জন, সিলেট জেলায় ৩ হাজার ৭৪১ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬৮ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার মোগলগাঁও এলাকা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছরের নাতিকে নিয়ে এসেছেন ফুল মিয়া। বন্যায় পানিবন্দী ছিলেন তাঁরা।

ফুল মিয়া জানান, বন্যার পানি কমে গেলেও তাঁর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তিন দিন ধরে তাঁর নাতি ডায়রিয়ায় আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে আনা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় বলেন, গত মাসে ভয়াবহ বন্যার পর থেকে সিলেটে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই পানি পানে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

হিমাংশু লাল রায় আরও বলেন, এ ছাড়া নোংরা পানিতে গোসল না করা, হাঁড়িপাতিল ও কাপড় না ধোয়ার ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে।

গত ১৫ জুন থেকে এ বছর তৃতীয়বারের মতো বন্যা দেখা দেয় সিলেট ও সুনামগঞ্জে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন