হোম > ছাপা সংস্করণ

অবশেষে সিসিকের বর্ধিত পানির বিল প্রত্যাহার

সিলেট সংবাদদাতা

প্রায় ৪ মাস নগরবাসীর প্রতিবাদ ও আন্দোলনের পর অবশেষে পানির বিল কমিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তিন ক্যাটাগরিতে ৪ স্তরের ডায়ামিটারে ১০০-৫০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে বিল।

গতকাল বুধবার বিকেলে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে দুপুরে সিসিক পরিষদের এক বৈঠকে টাকা কমিয়ে নতুন বিলের প্রস্তাব করা হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মতির ভিত্তিতে পরে সেটি চূড়ান্ত করা হয়।

বিল কমানোর বিষয়টি নিশ্চিত করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট সিটে করপোরেশনে ওয়াসা নেই। আমাদের নিজস্ব একটি ওয়াটার প্ল্যান্ট আছে। বিদ্যুৎ বিল বাড়ার কারণে এই প্ল্যান্ট চালাতে আমাদের ব্যয় বেড়ে যায়, তাই পানির বিল বাড়ানো হয়েছে। কিন্তু এখন জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আবার পানির বিল কমিয়েছি। সিসিকের এক জরুরি বৈঠকে পানির বিল কমানোর প্রস্তাব করা হয় এবং সিদ্ধান্তটি চূড়ান্তও করা হয়। তবে যে মাসগুলোতে বাড়িয়ে বিল দেওয়া হয়েছিল সেগুলোও সমন্বয় করা হবে।’

সিসিকের নতুন বিলের হার হচ্ছে, আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের (ব্যাস) লাইনে বিল ৩০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিল ৫০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৬০০ টাকা (ছিল ৮০০ টাকা) এবং এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ২০০ টাকা (ছিল ১ হাজার ৫০০ টাকা টাকা)। 
বাণিজ্যিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিল ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১ হাজার ২০০ টাকা) ও ১ ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার টাকা (ছিল ২ হাজার ২০০ টাকা)।

প্রাতিষ্ঠানিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিল ৮০০ টাকা), পৌনে ১ ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১ হাজার ২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার ৫০০ টাকা (ছিল ৩ হাজার টাকা।) 
এ ছাড়া সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিল ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১ হাজার ২০০ টাকা) ও ১ ইঞ্চি ব্যাসের লাইনের ক্ষেত্রে মাসিক বিল ১ হাজার ২০০ টাকা (ছিল ১ হাজার ৫০০ টাকা)। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন