হোম > ছাপা সংস্করণ

গান ছিল তাঁর ধ্যান আর জ্ঞান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ সংগীতজ্ঞ আলাউদ্দীন আলীর প্রয়াণ দিবস। ২০২০ সালের এই দিনে প্রয়াত হন তিনি। তিনি ছিলেন একাধারে সুরকার, গীতিকার। মৃত্যুর আগে তিনি ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। আলাউদ্দীন আলীর প্রয়াত স্ত্রী সালমা সুলতানা ছিলেন নজরুলসংগীতশিল্পী এবং সংগীতশিল্পী আবিদা সুলতানা, শওকত আলী ইমন ও মোহাম্মদ সুমনের বোন। সালমা সুলতানা ও আলাউদ্দীন আলীর সন্তান আলিফ আলাউদ্দীন জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপক। আলাউদ্দীন আলীর দ্বিতীয় স্ত্রী মিমি আলাউদ্দীনও একজন আধুনিক গানের শিল্পী।

আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর। তাঁর বাবা ওস্তাদ জাবেদ আলী। মায়ের নাম জোহরা খাতুন। সংগীত আবহে বেড়ে ওঠা আলাউদ্দীন আলী উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছেন চাচা সাদেক আলী ও বাবার কাছে। কিশোর বয়স থেকেই বেহালা বাজাতেন তিনি। বেহালা বাদন দিয়েই ১৯৬৮ সালে সিনেমার গানে নাম লেখান আলাউদ্দীন আলী। কাজ শুরু করেন আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে। এরপর কাজ করেছেন আনোয়ার পারভেজের সহযোগী হিসেবে। সংগীত পরিচালক সুবল দাস, আলী হোসেন, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, সত্য সাহা, আনোয়ার পারভেজের মতো গুণীদের সঙ্গেও কাজ করেছেন, নিজেকে ঋদ্ধ করেছেন।

১৯৭৪ সালে মীর মোহাম্মদ হালিমের ‘সন্ধিক্ষণ’ সিনেমায় প্রথম সুর করেন আলাউদ্দীন আলী। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে আসেনি তাঁর সাফল্য। ১৯৭৮ সালে আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘আছেন আমার মোক্তার’ এবং আমজাদ হোসেনের লেখা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ’ গান দুটি সুরকার হিসেবে জনপ্রিয়তা এনে দেয় আলাউদ্দীন আলীকে, এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই থেকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আলাউদ্দীন আলী। আমৃত্যু গানেই ছিল তাঁর ধ্যান আর জ্ঞান।

আলাউদ্দীন আলীর তৈরি জনপ্রিয় কিছু গান

  • এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
  • আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার
  • আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা
  • শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে
  • কী করে বলিব আমি আমার মনে বড় জ্বালা
  • ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়
  • চোখের নজর এমনি কইরা
  • যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে
  • যে ছিল দৃষ্টির সীমানায়
  • একবার যদি কেউ ভালোবাসত
  • সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
  • বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
  • জন্ম থেকে জ্বলছি মাগো
  • সুখে থাকো ও আমার নন্দিনী

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন