হোম > ছাপা সংস্করণ

বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রান

আজকের পত্রিকা ডেস্ক

বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর শিক্ষার্থীরা। গতকাল শনিবার চার জেলার প্রাথমিক ও উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

শনিবার সকালে বাগেরহাট শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিন জেলার ৯টি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা।

এ দিনে মাধ্যমিক, দাখিল, কারিগরি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ লাখ ১০৫ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও কিন্ডার গার্টেনের ১ লাখ ৪৬ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীদের বই বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের নতুন বই পৌঁছে দেওয়া হবে।

গোপালগঞ্জে শনিবার দুপুরে বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি চৌধূরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল থেকে রাজবাড়ীর ৪৮২টি প্রাথমিক এবং ২২৩টি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা শহরের সরকারি বালক, বালিকা, অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ১২ দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থী বই পাবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন