হোম > ছাপা সংস্করণ

নগরীতে সাত দিনের সুবর্ণজয়ন্তী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির জিমনেসিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ৮৮টি প্রতিষ্ঠান তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিক্রয় ও প্রদর্শন করবে। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, কৃষি, মৎস্য, গণপূর্ত, শিক্ষা, খাদ্য থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তর তাদের স্টল দিয়েছে। এসব স্টলে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজগুলো মেলায় আসা মানুষদের প্রদর্শন করা হচ্ছে।

মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও অংশগ্রহণ করেছে মমতা, কোডেক, ইপসা, ম্যাক্স হসপিটালসহ কয়েকটি বেসরকারি এনজিও ও সেবামূলক প্রতিষ্ঠান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন