হোম > ছাপা সংস্করণ

পাখিশূন্য কড়াই বিল

সুবল রায়, বিরল (দিনাজপুর)

অতিথি পাখিশূন্য হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। এতে দূর-দূরান্ত থেকে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমীরা। এ জন্য বিলে মাছ চাষকেই দুষছেন তাঁরা। তবে মাছচাষিরা বলছেন, পর্যটকদের অত্যাচারেই এখানে আসছে না আগের মতো অতিথি পাখি।

জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। কড়াই বিলের জলকার এলাকার পরিমাণ ২৮ একর। আর গাছগাছালিভরা পাড় ১৮ একর। মাত্র কয়েক বছর আগেও শীতের সময় অতিথি পাখিতে ভরে থাকত বিলের জল। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে লাখ লাখ পাখির সমাগম ঘটত এ বিলে। কিন্তু গত কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে লিজ নিয়ে কড়াই বিলে মাছ চাষ করা হচ্ছে। আর মৎস্যচাষিদের অত্যাচারে এখানে অতিথি পাখি আসছে না বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার বাসিন্দা সুব্রত চন্দ্র রায় জানান, এই বিল লিজ দেওয়ার পর থেকে মাছ চাষ শুরু হয়। মাছ চাষের কারণে এখানে আর পাখি আসে না।

মাছচাষি সাজ্জাদ হোসেন আগের মতো বিলে পাখি না আসার জন্য তিনি উল্টো দুষলেন পর্যটকদের।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, বিলটি লিজ নিয়ে যাঁরা মাছ শিকার করছেন, তাঁরা যদি অতিথি পাখিদের আগমনে বাধা সৃষ্টি করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন