খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫ হাজার ৬০৪ লিটার সয়াবিন তেল জব্দ করা করেছে।
এ ঘটনায় দুজন ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজী কে এম ইয়াসির আরাফাত জানান, রোববার দুপুরে শহরের নিজাম স্টোরের গুদামে অভিযান চালিয়ে ২ হাজার ৪ লিটার সয়াবিন তেল ও মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গত ১২ মে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এদিকে, দুপুরে খাগড়াছড়ি শহরের জাফর স্টোরে অভিযান চালিয়ে মজুত করা ৩ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।