আজকের পত্রিকা ডেস্ক
চার জেলায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত হয়েছেন ২৪ জন। এর মধ্যে বগুড়ার সোনাতলায় নির্বাচন-পরবর্তী সংঘাতে আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা। এ ছাড়া ভোটের পর বাগেরহাট সদর ও রামপালে আহত হয়েছেন আরও ১২ জন। আর জামালপুর সদরে ভোটের আগে প্রচার মিছিলে হামলায় ১০ জন আহত হয়েছেন।
সোনাতলায় উপজেলা
চেয়ারম্যানকে ছুরিকাঘাত
বগুড়ার সোনাতলায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটনসহ ৪ জন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ রোডে মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আগের দিন মঙ্গলবার পৌর নির্বাচনের দিন একটি ভোটকেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর দুই সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হয়। বুধবার দুপুরে সোনাতলা রেলস্টেশন রোডে সেই দুই সমর্থকের মুখোমুখি দেখা হলে কথা-কাটাকাটি শুরু হয়। তখন পাশে মাইক্রোবাস স্ট্যান্ডে চা পান করছিলেন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত হন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান, পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু (৩৫), উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশীদ সোহেল (৪৩) ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক উৎপল কর্মকার (৩৫)। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটে আহত ১০ জন
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কয়েক দফার সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর এই ইউপিতে ভোট হয়। ওই ওয়ার্ডে বিজয়ী সদস্য প্রার্থী আনিসুর রহমান ও পরাজিত প্রার্থী শেখ আব্দুল লতিফের সমর্থকদের মধ্যে এরপর থেকে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৮টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে। উভয় পক্ষের ১০ জন আহত হন।
আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে প্রতিশোধ নিতে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে।’ আর আব্দুল লতিফ বলেন, ‘একজন প্রার্থী হেরে গেলে তাঁর সমর্থকদের হামলা-মামলার শক্তি থাকে না। আনিসুরের লোকজনই একাধিকবার হামলা করেছেন।’
রামপালে আহত ২
বাগেরহাটের রামপালের রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীর হামলা ও মারপিটে প্রতিপক্ষের দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এখানে ভোট হয়। এতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জালিনূর রহমান। পরাজিত হন মহিউদ্দিন মোল্লা।
আহতদের স্বজনদের অভিযোগ, গতকাল জালিনূর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে রাজনগর কাছারিবাড়ির মোড়ে পরাজিত প্রার্থী মহিউদ্দিনসহ তাঁর লোকজন হামলা করেন।
জামালপুরে মিছিলে হামলা
জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমানের প্রচার মিছিলে দলের বিদ্রোহী প্রার্থী ছাইফুল ইসলামের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় হামলাকারীরা কালীবাড়ি বাজারের ৮-১০টি দোকান ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় প্রার্থীর ১০ জন আহত হয়েছেন।