হোম > ছাপা সংস্করণ

উদ্বোধনের আগেই সড়ক দখল

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারের নিউমার্কেট এলাকার পানবাজার সড়কটি উদ্বোধনের আগেই হকাররা দখল করে নিয়েছেন। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরের দিনই আবার দখল হয়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি নির্মাণ করা হয়েছে। এতে ২৮ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীরাদেরও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সড়কটি শিগগির উদ্বোধনের কথা রয়েছে। এটি উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উদ্বোধনের আগেই সড়কটি দখল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে পানবাজার সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে পেঁয়াজ, কাঁচা বাজার, মসলা ও মাছ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন।

এদিকে সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন। তিনি এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন। দেবিদ্বার থানা-পুলিশও কয়েক দফায় অভিযান চালিয়ে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এরপরও কাউকে পাত্তা না দিয়ে ব্যবসায়ীরা আবার দোকান বসিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, সড়কে দোকান না বসিয়ে তাঁদের আর কোথায় দোকান বসানোর সুযোগ নেই। এ জন্য তাঁরা উপজেলার দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করেন। তাঁরা বলেন, বাজারটি হিজিবিজি অবস্থায় রয়েছে। যে যেখানে পারছে টাকা দিয়ে বসছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমি নিজে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা যেন কাউকে চাঁদা না দেয় এ ব্যাপারে বলে এসেছি। সড়ক যাঁরা দখল করেছেন, তাঁদের উচ্ছেদ করার পরও ফের তাঁরা দখলে নিয়েছে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘শিগগিরই বাজারের সুষ্ঠু সমাধান করা হবে। যাঁরা সড়ক দখল করে বেচাবিক্রি করছেন, তাঁদের উচ্ছেদ করা হবে। মানুষ ও যানবাহন চলাচলের জন্য শিগগির অভিযান চালিয়ে সড়কটি উন্মুক্ত করা হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাজারে গিয়ে সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাজারটি অন্য কোথাও স্থানান্তর করা গেলে ভালো হতো। পরিষদের মাসিক সভায় সড়কটি দখলের বিষয়টি উত্থাপন করা হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন