হোম > ছাপা সংস্করণ

দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রং

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রং দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছে।

পরে বিআরটিএ বাগেরহাট সার্কেলের উপপরিচালক মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশি, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি অম্বরিশ রায়, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বাগেরহাটের মোটরযান পরিদর্শক ফরহাদ হোসেন, রণজিৎ হালদার, বাগেরহাট সরকারি পিসি কলেজের রোভার স্কাউট লিডার শেখ শামিম হাসান, সিনিয়র গার্ল ইন-রোভার কামিনী সুলতানা, বিএনসিসির ল্যান্স কর্পোরাল শুভ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন