নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর নতুন ব্রিজ থেকে নিউমার্কেট রুটের অটোটেম্পু ও ম্যাক্সিমা পরিবহনে কর্মরত ৩ শতাধিক শ্রমিক চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছেন। এ ছাড়া চাঁদার জন্য শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার সকালে বাকলিয়া ডি সি রোডে চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় পরিবহন নেতারা এসব অভিযোগ করেন।
সভায় নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোতোয়ালি মোড়, নিউমার্কেট এবং নতুন ব্রিজ শ্রমিক ইউনিয়নের নামের প্রতি ম্যাক্সিমা টেম্পু থেকে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা জোরপূর্বক চাঁদা আদায় করা হরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কোতোয়ালি থানার সামনেই প্রকাশ্য লাখ টাকার চাঁদা আদায় হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করায় কোতোয়ালি মোড়ে সকাল–বিকেল যানজট লেগে থাকে। চাঁদা দিতে অস্বীকার করলে ইউনিয়ন নেতারা তাঁদের পালিত সংঘবদ্ধ কিশোরদের দিয়ে টেম্পু শ্রমিকদের মারধর করান। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে তাঁরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ সময় সভায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
সভায় বক্তব্য দেন সংস্থার সভাপতি এ কে দাশ, কার্যকরী সভাপতি নোমান মাহমুদ, সাধারণ সম্পাদক এম আরিফউদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ এমরান জয়নাল আবেদীন, মাইনউদ্দিন, ফারুক মিয়া, এম আবদুল মালেক, রুবেল খান প্রমুখ।