নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাগরপারে ঘুরতে গিয়ে ছোট, বড়, মাঝারি মৃত শামুকের খোল কুড়িয়ে আনি অনেকেই। দারুণ প্রিয় বলে দাম দিয়ে কিনেও নেন কেউ কেউ। এগুলোকে বাক্সবন্দী না করে কাজে লাগান গৃহসজ্জায়, শখের অলংকার তৈরিতে, এমনকি গাছ লাগাতে।
সবুজের আশ্রয়
মাঝারি বা একটু বড় শামুকের খোল উল্টে দেখুন, গভীর অংশে কিন্তু অনায়াসে গাছ লাগিয়ে ফেলতে পারেন। যেহেতু শামুকের খোলের প্রশস্ততা কম, তাই অল্প মাটিতে ভালোভাবে বাঁচে এমন গাছ লাগাতে হবে। এ ক্ষেত্রে পাথরকুচি, ইঞ্চি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট ধরনের গাছ লাগানো যেতে পারে।
গয়না
শামুকের খোল দিয়ে ঘরে বসেই গয়না বানিয়ে ফেলা যায়। শামুকের খোল পেনডেন্ট ও লকেট হিসেবে ব্যবহার করা যায়। এ ছাড়া ব্রেসলেট, কোমরবন্ধনী, সুতো ও বিড দিয়ে তৈরি পায়েলেও ব্যবহার করতে পারেন ছোট শামুকের খোল।
ওয়ালম্যাট
ছোট শামুকের খোল কিন্তু বাড়ির দেয়ালের শোভা বাড়িয়ে দিতে পারে অনেকগুণ। ক্যানভাসে রং করে তার ওপর গ্লু গান দিয়ে বসিয়ে নিতে পারেন শামুকের খোল। নিজের পছন্দমতো প্যাটার্নে বসিয়ে নিন। চাইলে ক্যানভাসে তুলে দিতে পারেন পছন্দের কবিতার পঙ্ক্তি।
ছবি: সানজিদা সামরিন