কলকাতা প্রতিনিধি
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সদ্য প্রয়াত প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের। গতকাল দিল্লিতে একই চিতায় রাওয়াতের সঙ্গেই দাহ করা হয় তাঁর স্ত্রী মধুলিকাকেও। ভারতীয় তিন বাহিনীর পক্ষ থেকে ১৭ বার তোপধ্বনির মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁদের।
এদিন সামরিক শোভাযাত্রা সহকারে প্রয়াত সামরিক শীর্ষ কর্তার মরদেহ নিয়ে আসা হয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ার শ্মশানঘাটে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেন দুই মেয়ে ক্রীতিকা ও তারিণি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও আরও ১১ জন প্রাণ হারানোয় গোটা ভারতে নেমে এসেছে শোকের ছায়া।