গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুদি ব্যবসায়ী গাউজ দাড়িয়া হত্যা মামলার রহস্য ৪৮ ঘণ্টায় উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান।
তিনি জানান, গত বুধবার রাতে সদর উপজেলার কাঠিবাজার এলাকায় মুদি ব্যবসায়ী গাউজ দাড়িয়াকে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর থানার টেকেরহাট এলাকা থেকে হত্যার পরিকল্পনাকারী ইস্রাফিল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার কাঠি বাজারসংলগ্ন খানারপাড় এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত আজিজুর ওরফে কুটি দাড়িয়া (৫০) এবং বজলু ওরফে রাজিবকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ধারের টাকা ও দোকানের বাকির টাকা চাওয়ায় ক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিরা পরিকল্পনা করে গাউজ দাড়িয়াকে হত্যা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া প্রক্রিয়াধীন। এর আগে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়।