হোম > ছাপা সংস্করণ

আগে থেকে সিরিঞ্জে টিকা ধরা পড়ায় ডাস্টবিনে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম রয়েছে যখন টিকা দেওয়া হবে, ঠিক তখনই ভায়াল (বোতল) থেকে সিরিঞ্জ দিয়ে ওষুধ বের করে টিকা গ্রহণকারীর শরীরে দিতে হবে, যাতে টিকার কার্যকারিতা অক্ষুণ্ন থাকে। কিন্তু টিকা দেওয়ার এ নিয়ম মানা হয়নি।

জানা যায়, দায়িত্বে থাকা নার্সরা একসঙ্গে শতাধিক সিরিঞ্জে ডোজ ভরে রেখে তারপর টিকা দিচ্ছেন। বিষয়টি এক অভিভাবক দেখে প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিনে ফেলে দেন। এ ঘটনায় টিকাগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র অনুযায়ী জানা গেছে, উপজেলার শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকে। সম্প্রতি টিকাগ্রহণকারী শিক্ষার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কার্যক্রম উপজেলা পরিষদ চত্বরে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সোহরাব হোসেন নামের এক অভিভাবক জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি তাঁর ছেলেকে নিয়ে টিকাকেন্দ্রে যান। এ সময় তিনি দেখতে পান, টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ভায়াল থেকে শতাধিক টিকার ডোজ সিরিঞ্জে ভরে জমা করে রাখছেন। এরপর একে একে শিক্ষার্থীদের সেই টিকাগুলো দেওয়া হচ্ছে। তিনি তখনই বিষয়টিতে বাধা দেন এবং এ রকম করার কারণ জানতে চান। এ সময় ওই নার্স তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অসৌজন্যমূলক আচরণের বিষয়টি অস্বীকার করে টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্সরা বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোনো ধরনের অভিজ্ঞতা না থাকায় এ ঘটনা ঘটেছে। এই কার্যক্রমে যাঁরা যুক্ত আছেন, তাঁরা শুরু থেকেই টিকা ভায়াল থেকে সিরিঞ্জে ভরে জমা রাখতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তাঁরা কেন এমনটি করলেন তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিন ফেলে দেওয়া হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন