হোম > ছাপা সংস্করণ

কৃষকের পেঁয়াজগাছ কেটে ফেলার অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে পূর্বশত্রুতার জেরে মনিরুল ইসলাম ওরফে আনান্দ নামের এক কৃষকের এক পাখি (২২ শতাংশ) জমির পেঁয়াজের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিষয় সাওরাইল গ্রামের বাস্তেপুর মাঠে এ ঘটনা ঘটে। কৃষক মনিরুল ইসলাম আনন্দ বিষয় সাওরাইল গ্রামের মৃত স্বামীর আলীর ছেলে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের ২২ শতাংশ জমিতে গজে ওঠা পেঁয়াজের গাছ কেটে ফেলা হয়েছে।

কৃষক মনিরুল ইসলাম আনন্দ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে তাঁর এই এক পাখি জমির পেঁয়াজের গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বসন্তপুর গ্রামের শরিফুল ও পাংশার কসবামাজাইল ইউনিয়নের গান্ধার গ্রামের তুহিনসহ কয়েকজন মিলে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁদের সঙ্গে অনেক আগে থেকেই তাঁদের শত্রুতা রয়েছে। তাঁরা ছাড়া এই ঘটনা আর কেউ ঘটাতে পারেন না। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

অভিযুক্ত শরিফুল উত্তেজিত হয়ে বলেন, ‘এসব কথাবার্তা বলা! আনন্দকে আমি দেখে নেব। ওঁর পেঁয়াজ নষ্ট হয়ে গেলে কি, আর পচে গেলেই আমার কি? আমি এখন ব্যস্ত আছি।’ পরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।

অভিযুক্ত তুহিন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় তাঁরা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন