সিলেট প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ধরা ৭৫ কেজির বাগাড় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। নগরীর লালবাজারে গতকাল মঙ্গলবার সকালে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়। এর আগের দিন বিকেলে লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মো. আলাউদ্দিন।
আলাউদ্দিন জানান, ‘সোমবার সন্ধ্যায় বাগাড় মাছটি দেখতে লোকজন ভিড় করেন ওই বাজারে। কেউ ছবি তোলেন, আবার কেউ মাছটি ছুঁয়ে দেখেন। প্রায় দুই মন ওজনের মাছটি কেউ না কেনায় কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিই। মঙ্গলবার সকালে মাছটি কেজি দরে বিক্রি করি।’
মাছ কিনতে আসা রায়নগর এলাকার বাবুল মিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল বাগাড় মাছ ধরা পড়ার খবর দেখে বাজারে এসেছি। দেড় হাজার টাকা কেজি দরে দুই কেজি মাছ কিনেছি।