হোম > ছাপা সংস্করণ

নদীতে বালু উত্তোলন করায় আটক ৪

সিলেট প্রতিনিধি

সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে জালালাবাদ থানা-পুলিশ।

গত শুক্রবার বিকেলে শহরতলির চেংগেরখাল নদীতে বালু তোলার সময় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সাইদুর রহমান, সুজন মিয়া, দীন ইসলাম ও মইনুল ইসলাম।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল খান বলেন, সিলেট শহরতলির বাদাঘাট সংলগ্ন চেংগেরখাল এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। নদী তীর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় আশপাশের এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলাও হয়েছে। গত শুক্রবার বালু উত্তোলনের সময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত তাহমিনা আক্তারকে অবগত করলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার নির্দেশ দেন। পরে পুলিশের একটি দল অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকা চারজনকে আটক করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত তাহমিনা আক্তার বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন