হোম > ছাপা সংস্করণ

জেলে পুনর্বাসন: শ্বশুর-জামাতার ঘরে মিলল ৭২০ কেজি চাল

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামের একটি বসতঘর থেকে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তাঁর জামাতা শহিদের বসতঘরে এসব চাল রাখা ছিল।

তজুমদ্দিন থানা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথের নেতৃত্বে তজুমদ্দিন থানা-পুলিশ অভিযান চালায়। এতে সরকারি সিলমোহর দেওয়া ২৪ বস্তা (৭২০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ সময় ওই ঘরের বাসিন্দা নারী-পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধার করা চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতিবছর জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারণে ইউনিয়নের একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্দ চাল পরিমাণে কম দেয়। পরে ভাগবাঁটোয়ারা করে নিয়ে যায় তারা। এ জন্য ট্যাগ অফিসারকে দায়ী করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ বলেন, ‘আমার ইউনিয়নে নিবন্ধন করা জেলের সংখ্যা ৭ হাজার ৩১০। আমি বরাদ্দ পেয়েছি ৪ হাজার ১৫৯ জনের। কার্ড দেখে প্রকৃত জেলেদের চাল দিচ্ছি। এখান থেকে চাল নিয়ে যাওয়ার পর কে কী করল, সেটা আমি জানি না।’

জেলে শহীদ ও রবিউল কার্ড অনুযায়ী ১৬০ কেজি চাল পাওয়ার কথা; কিন্তু ৭২০ কেজি চাল কীভাবে পেল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি অবগত নই।’

তজুমুদ্দিন উপজেলার ইউএনও শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন